Wednesday, 4 March 2015


















হোলি এসেছে

এলো আজি ফাল্গুন,
মন করে গুন গুন,
যৌবনে রং লেগেছে

হোলি এসেছে ও ভাই,
হোলি এসেছে

ফুলের বনে মৌমাছি,
বেড়ায় উড়ে নাচি নাচি,

দোয়েল কোয়েল একসাথে
সুর তুলেছে, ও ভাই-
সুর তুলেছে

হোলি এসেছে ও ভাই
হোলি এসেছে

খেলবো হোলি রং লাগাবো
সবার গায়ে আবির দেবো,

খুশিতে সবার মন মেতে উঠেছে
ও ভাই মেতে উঠেছে
হোলি এসেছে ও ভাই,
হোলি এসেছে

আজকে এলো হোলির দিন
মনে জাগে স্বপ্ন যে রঙিন,

খেলবো হোলি, রং লাগাবো,
মনে পুলক জেগেছে

হোলি এসেছে ভাই-
হোলি এসেছে
















No comments:

Post a Comment