Tuesday, 17 March 2015

বিদ্রোহের গান গাই

আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ
আমি বিদ্রোহী কবি নজরুল
কণ্ঠে আমার গীতাঞ্জলি,
আমি গান গাওয়া বুলবুল

আমি বেদব্যাস, আমি কালিদাস
আমি কবি হেম, মধু ও বঙ্কিম
আমার কাব্য রক্ত ধারায়
হয়েছে আজি রক্তিম
আমি দানব, মানব, দেবতার ত্রাস
আমি পৃথ্বীর মহাভুল
আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ
আমি বিদ্রোহী কবি নজরুল
কণ্ঠে আমার গীতাঞ্জলি,
আমি গান গাওয়া বুলবুল

আমি বিদ্রোহী চেঙ্গিস,
আমার খাপখোলা তলোয়ার
সুজলা সুফলা ধরিত্রীর বুকে
রক্ত ঝরায়েছে বার বার
আমি চির বিদ্রোহী অশান্ত,
আমি হই নাকো কভু ক্লান্ত
আমি বিদ্রোহীর জাত, বিদ্রোহী কবি,
দারুণ স্বেচ্ছাচারী
শত্রুর খুনে রাঙিয়েছি আমার
হিংসা তরবারি
আমি জিঘাংসায় উন্মাদ,
আমি কৃপাণ ঘুরায়ে ঘুচাবো, সবার রণসাধ
আমি সংহার, আমি মহাকাল,
আমি পাষাণ-পাথরে ফোটাই ফুল
আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ
আমি বিদ্রোহী কবি নজরুল
কণ্ঠে আমার গীতাঞ্জলি,
আমি গান গাওয়া বুলবুল

আমি সাহারার বুকে মরূপ্রান্তরে, ঝঞ্ঝা ভয়ংকর
আমি ঝঞ্ঝাবিক্ষুব্ধ মরূপথে, রক্ত ঝরাই নিরন্তর
আমি মিসিসিপি, আমি অ্যামাজন,
ডুবসাঁতারে ভেসে চলি আমি,
আমার গুরুগম্ভীর গর্জন
আমি নদীবক্ষে কূল ভাঙা ঢেউ,
আমি একূল ওকূল ভাঙি দুইকূল
আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ
আমি বিদ্রোহী কবি নজরুল
কণ্ঠে আমার গীতাঞ্জলি,
আমি গান গাওয়া বুলবুল

কবিতার পাতায় বিদ্রোহ আজ,
বিদ্রোহ জীবন খাতার পাতায়
দিকে দিকে আজ বিদ্রোহ তাই,
আমি বিদ্রোহের গান গাই






















































No comments:

Post a Comment