Monday, 9 March 2015

রোদনভরা ফাল্গুনে

ফুল ফুটেছে, মৌ-বনে আজ
এলো না মধুকর
প্রদোষকালে ঝঞ্ঝা বাতাস
ভাঙলো সুখের ঘর

ছিন্ন গোলাপ কাঁদে পড়িয়া ধূলায়,
ডাকে মধুকরে, আয় কাছে আয়

নয়নের জলে নদী বয়ে যায়,
নিঃশ্বাসে বহে ঝড়
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর

ফুল বাগিচায় ভোরের হাওয়ায়,
ফুটেছে কত ফুল,
অপ-দেবতার অভিশাপে
সব হয়ে গেছে ভুল

দমকা হাওয়ায় নিভলো প্রদীপ,
ভাঙল ঝড়ে খেলা ঘর
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর


কামনার রাঙা গোলাপ
প্রেমের শতদল
কামনার নদীতে আজ
কানায় কানায় পূর্ণ জল

যৌবনে রং লেগেছে, তবুও
ব্যথায় ভরা মোর অন্তর
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর

ফাগুনের আগুনে পুড়ে গেল অন্তর,
হৃদয়ে আছে জমা বেদনার বালুচর

মাঝ দরিয়ায় উঠল তুফান,
এলো ঝঞ্ঝা ভয়ংকর
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর






























No comments:

Post a Comment