নতুন সকাল
রাতের আঁধারে ঝিঁঝিঁ পোকা
কেঁদে মরে মাথা কুটে।
অর্জুন গাছের পাতার ফাঁকে
জোনাকিরা জ্বলে ওঠে।
রাতে চাঁদ নেই আকাশে,
তারারা আকাশের গায়।
গাঁয়ের নদী, কুলু কুলু রবে
সাগরের পানে ধায়।
হৃদয়ে জমানো ব্যথার পাহাড়
কেড়ে নেয় রাতের ঘুম।
রাতের আঁধার ধরণীর বুকে
শুয়ে থাকে নিঝ্ঝুম।
রাতের শেষে ভোরের আকাশে
শুকতারা কথা কয়।
গাছে গাছে শুনি, পাখিদের গান
নতুন সকাল হয়।
No comments:
Post a Comment