Friday, 13 March 2015

ভালোবাসা মরে গেছে

হাজার টাকার ফুলদানিটা
পড়ে গিয়ে যদি ভেঙে যায়
লক্ষ টাকার ঝাড় বাতিটা
দমকা হাওয়ায় যদি নিভে যায়

দিনের শেষে লাল সূর্য যদি-
অন্ধকারের বুকে মুখ লুকায়
তবে মিছেই কেন কাঁদিস ওরে
তুই জীবন নদীর কিনারায়

সুখের সংসার গড়বো বলে
এলাম এই পৃথিবীতে
সঙ্গী হলো জীবন সাথী,
জীবনের পথে চলতে

অহংকারের ঘুর্ণিঝড়ে,
নিভে যায় প্রদীপশিখা
অন্ধকারে পথ হারায়
তাই মায়াময় মরীচিকা

জীবন নদীর ঘুর্ণি পাকে
ডুবলো আমার সকল আশা
মনের কোণে হারিয়ে গেল
মোর প্রিয়তমার ভালবাসা



























No comments:

Post a Comment