Saturday, 28 February 2015

রাতের পৃথিবী


রাতের আকাশে
চাঁদ তারা হাসে,
নীল আকাশের গায়।

রাতের পৃথিবী
জেগে থাকে একা
স্নান করে জোছনায়।

পশুপাখি আর
গাছপালা সব
ঘুমায় নিশুতি রাতে,

রাতের পৃথিবী
জেগে থাকে একা,
চাঁদ ও তারার সাথে।

রাতের পৃথিবী,
চাঁদের নৌকোয়,
পাড়ি দেয় দূর দেশে।

রাতি কেটে,
ভোর হয়ে শেষে,

নতুন সকাল আসে।

No comments:

Post a Comment