Monday, 16 February 2015






আমার গাঁয়ের কবিতা

আমার গাঁয়ে রাঙামাটির পথ
দুপাশে তার সবুজ গাছের সারি।
লালধুলো উড়িয়ে গাঁয়ের পথে,
গাড়োয়ান চালায় গোরুর গাড়ি।

দিগন্তে ওই নীল পাহাড়ের চূড়ো,
সুনীল আকাশ ছুঁয়ে যেতে চায়।
গাঁয়ের পাশে কংসাবতী নদী,
আপন বেগে সাগরপানে ধায়।

মাথার উপর প্রচণ্ড রোদ পড়ে
দুপুরবেলায় সারা আকাশ জুড়ে,
আমি শুধু একলা দেখি চেয়ে,
সাদা বক এক বেড়ায় উড়ে উড়ে।

ছাতা মাথায় খালি গায়ে ওই
ভর দুপুরে চলছে কারা পথে।
গোরু-বাছুর, ছাগল, ভেড়া মোষ
জল খায় ঐ পুকুর-ডোবাতে

বৈরাগী তার একতারাটি নিয়ে,
গাছতলাতে বসে গান গায়।
ছায়ায় ঘেরা গাঁয়ের চণ্ডীতলা
কবিগান হয় প্রতি সন্ধ্যাবেলায়।































No comments:

Post a Comment