গাঁয়ের পথে
ভোরের আলো উঠলো ফুটে
সকাল হয়ে এলো।
পূব-আকাশের লাল সূর্যটাকে
দেখতে লাগে ভালো।
প্রজাপতি ডানা মেলে,
বেড়ায় উড়ে ফুলে ফুলে,
প্রদোষকালে, ঝঞ্ঝা বাতাস
বইছে এলোমেলো।
দিঘির জলে উঠলো ফুটে
কমল কলিগুলো।
আমবাগানের ধারে ধারে,
খেজুর গাছের সারে সারে,
ছায়ায় ঘেরা পদ্ম দিঘির ঘাট।
গাঁয়ের পথে উড়িয়ে ধূলো,
দৌড়ে চলে গাই-গরুগুলো
দুপুর বেলায় ধূ ধূ করে মাঠ।
No comments:
Post a Comment