সবুজ স্মৃতির কবিতা
আর সবই গেছি ভুলি
ভুলিনি সেই দিন গুলি,
মনের কোনায় আজও স্মৃতি জাগে।
নিমের দাঁতন হাতে নিয়ে,
রোজ কূয়ো তলায় গিয়ে,
হাতমুখ ধুতাম সূয্যি ওঠার আগে।
চলত পথে সারি সারি,
ধান বোঝাই গরুর গাড়ি,
ক্যাঁচর ক্যাঁচর শব্দ যেত শোনা।
ধুলিমাখা গাঁয়ের পথে,
বইখাতা নিয়ে হাতে,
পাঠশালায় নিত্য আনাগোনা।
রোদ্দুর যেই আসে পড়ে,
পাঠশালার ছুটির পরে,
সবাই যে যার ঘরে ফিরে যায়।
দেখি ফুলবাগানের মালি
আদুল গায়ে লাগিয়ে বালি,
মাটি কোপায়, গামছা বেঁধে মাথায়।
সব ছেলে এসে জুটে,
আনন্দেতে মেতে উঠে,
সবার সাথে পাড়ার মাঠে, কানামাছি খেলা।
খেলা সেরে ফিরি ঘরে,
পাখি আপন বাসায় ফেরে,
আরতি হয় মন্দিরেতে প্রতি সন্ধ্যাবেলা।
মিলনের আনন্দ গীতি
শৈশবের সবুজ স্মৃতি,
মনের মাঝে মোর উঁকি দেয় বারে বার।
মুদিয়া দেখি নয়ন মেলি,
হারানো সেই দিনগুলি
ফিরে ফিরে জাগে মনে সর্বদা আমার।
No comments:
Post a Comment