Friday, 17 April 2015


     হরিদ্বার ও ঋষিকেশ

হরিদ্বার ঋষিকেশ পুণ্য তীর্থধাম
সপ্ত ধারায় প্রবাহিত জাহ্নবী নাম
পূণ্যতোয়া গঙ্গানদী, শীতল সমীর
ঘাটে ঘাটে জমা যত পূণ্যার্থীর ভিড়

কেহ করে গঙ্গাস্নান, কেহ পূজা করে,
কহে করে পিণ্ডদান, শ্বেতবস্ত্র পরে
জয় শ্রীশঙ্কর বলি, করে গঙ্গাস্নান,
স্নান শেষে শুদ্ধ বস্ত্র করে পরিধান

মনসা-মন্দির এক পাহাড়ের গায়,
ডুলি চড়ে আনন্দেতে, সবে তথা যায়
দিগন্তে আকাশ মিশে, দৃশ্য মনোহর,
পতিতপাবনী গঙ্গা বহে নিরন্তর

ঋষিকেশ, রামঝোলা, লছমন ঝোলা,
অবশেষে হৃষ্টচিত্তে, ফিরিবার পালা

















































No comments:

Post a Comment