Monday, 6 April 2015





কবিতার আসর ও আমার কবিতা

কবিতার আসর
কবিদের পান্থশালা,
আমার কবিতা
হৃদয়ের গাঁথা মালা

কবিতার আসর
কবির তীর্থ রেণু
আমার কবিতা
হৃদয়ে বাজায় বেণু

কবিতার আসর
সুশীতল তরুর ছায়া,
আমার কবিতা
স্মৃতিবিজড়িত মায়া

কবিতার আসর
কবিদের খেলাঘর,
আমার কবিতা
সময়ের বালুচর

কবিতার আসর
চেতনা জাগানো প্রাণ,
আমার কবিতা
প্রভাত পাখির গান

কবিতার আসর
ছায়া সুনিবিড় শাখী,
আমার কবিতা
ভোরের দোয়েল পাখি

কবিতার আসর
কবিদের পান্থনিবাস,
আমার কবিতা
জীবনের ইতিহাস

কবিতার আসর
জীবনের এক আশ্বাস,
আমার কবিতা
প্রাণখোলা হাসি উল্লাস

কবিতার আসর
জীবনের অটুট বন্ধন,
আমার কবিতা
হৃদয়ছোঁয়া এক স্পন্দন

কবিতার আসর
সবার হৃদয়ে ফোটায় ফুল,
আমার কবিতা
জীবনের প্রতিকূলে অনুকূল

কবিতার আসর
জীবনের পথে চলে,
আমার কবিতা
হৃদয়ের কথা বলে

কবিতার আসর
জীবনের মরূধারা,
আমার কবিতা
ছন্দ নদীর ধারা

কবিতার আসর
প্রাণে দেয় নব আশা,
আমার কবিতা
নীরব মনের ভাষা

কবিতা আসরে কবিদের নিয়ে
সাজানো আমার ঘর
কবিগণ মোর হয়েছে আপন
কেহ নহে আজ পর

প্রীতি প্রেমের পূণ্য বাঁধনে
মিলেছি হেথা সবাই
হৃদয়ের ব্যথা, ছন্দের ভাষায়

কবিতা লিখে যাই

No comments:

Post a Comment