আশায় বাঁধি খেলাঘর
বিন্দু বিন্দু ঘাম আর ফোটা ফোটা জল
নয়নের অশ্রুজলে হেথা ফুটেছে কমল,
অঝোর অশ্রু ঝরে, বিশাল ধরণীর পর।
তবুও আশায় বাঁধি আমি খেলা ঘর।
কামনার নদীতে ভাসে ভালবাসার মৃতদেহ
মরে গেছে ভালবাসা, প্রেম,
প্রীতি, স্নেহ।
সুখের সংসার আজি শোকের সাগর,
তবুও আশায় আজি বাঁধি আমি খেলাঘর।
সোনালী বিকেলে দেখি সূর্য অস্ত যায়
বকের পাখায় এক আলোক লুকায়।
জোনাকিরা আলো দেয়, দেয় উত্তাপও প্রখর,
তবুও আশায় আজি, বাঁধি আমি খেলাঘর।
জোছনা মরে গেছে, চাঁদ নেই আকাশে,
রাতের আকাশে তারারা মলিন বদনে হাসে।
মিটি মিটি জ্বলে তারা, কাটায় রাত্রি প্রহর,
তবুও আশায় আজি, বাঁধি আমি খেলাঘর।
No comments:
Post a Comment