Tuesday, 28 April 2015


               জীবনের দাম

মানুষের জীবনের
কোন দাম নাই
মরার পরে দেহটা তার
পুড়ে হয় ছাই
জ্বলন্ত চিতাতে তোমার
পুড়ছে সাধের দেহ,
প্রাণহীন কায়াতে সেথা
নাই মায়া স্নেহ
পৃথিবীর মায়া ছেড়ে
লয় চির বিদায়
.............কোন দাম নাই

মানুষের জীবনের
কোন দাম নাই,
মাটির নীচে দেহটা তার
মাটিতে মিশে যায়
যতক্ষণ জীবন থাকে,
সবাই ভালবাসে তাকে,
দম ফুরোলে তার
কোন দাম নাই
.............কোন দাম নাই

মানুষের জীবনের
কোন দাম নাই,
মৃত্যু হলে দেহটা তার
পুড়ে হয় ছাই

No comments:

Post a Comment