গুড ফ্রাইডে
প্রভু যীশু ফিরে এসো,
আমাদের ভালবাসো,
প্রভু তোমারই হউক জয়,
প্রভু তোমারই হউক জয়।
ভালবাসার বিনিময়ে,
সবাকার পাপ লয়ে,
ক্রুশেতে বিদ্ধ হয়ে প্রাণ
দিলে ওগো জোতির্ময়,
প্রভু তোমারই হউক জয়,
প্রভু তোমারই হউক জয়।
সবারে বেসেছো ভালো,
তুমি জগতের আলো,
তোমার
অপার মহিমা।
মানুষকে ভালবেসে,
মানুষের কাছে এসে,
শিখাইলে
করিতে ক্ষমা।
প্রভু যীশু ফিরে এসো,
আমাদের ভালবাসো,
প্রভু তোমারই হউক জয়,
প্রভু তোমারই হউক জয়।
হিংসা দিয়ে নয়,
ভালবাসা দিয়ে তুমি
করেছো জয় সবাকার হৃদয়।
প্রভু তোমারই হউক জয়,
ওগো প্রভু, তোমারই হউক জয়।
তুমি অন্তর্যামী,
মোর জীবনস্বামী,
পরম পিতা তুমি যে মহান।
তব ভালবাসায়,
তব স্নেহছায়ায়,
তব করুণায় পাপী পায় পরিত্রাণ।
হে প্রভু তুমি যে মহান।
মৃতজনে কর জীবন দান।
পাপীরে করহ পরিত্রাণ।
No comments:
Post a Comment