Tuesday, 28 April 2015


               জীবনের দাম

মানুষের জীবনের
কোন দাম নাই
মরার পরে দেহটা তার
পুড়ে হয় ছাই
জ্বলন্ত চিতাতে তোমার
পুড়ছে সাধের দেহ,
প্রাণহীন কায়াতে সেথা
নাই মায়া স্নেহ
পৃথিবীর মায়া ছেড়ে
লয় চির বিদায়
.............কোন দাম নাই

মানুষের জীবনের
কোন দাম নাই,
মাটির নীচে দেহটা তার
মাটিতে মিশে যায়
যতক্ষণ জীবন থাকে,
সবাই ভালবাসে তাকে,
দম ফুরোলে তার
কোন দাম নাই
.............কোন দাম নাই

মানুষের জীবনের
কোন দাম নাই,
মৃত্যু হলে দেহটা তার
পুড়ে হয় ছাই

Friday, 17 April 2015


     হরিদ্বার ও ঋষিকেশ

হরিদ্বার ঋষিকেশ পুণ্য তীর্থধাম
সপ্ত ধারায় প্রবাহিত জাহ্নবী নাম
পূণ্যতোয়া গঙ্গানদী, শীতল সমীর
ঘাটে ঘাটে জমা যত পূণ্যার্থীর ভিড়

কেহ করে গঙ্গাস্নান, কেহ পূজা করে,
কহে করে পিণ্ডদান, শ্বেতবস্ত্র পরে
জয় শ্রীশঙ্কর বলি, করে গঙ্গাস্নান,
স্নান শেষে শুদ্ধ বস্ত্র করে পরিধান

মনসা-মন্দির এক পাহাড়ের গায়,
ডুলি চড়ে আনন্দেতে, সবে তথা যায়
দিগন্তে আকাশ মিশে, দৃশ্য মনোহর,
পতিতপাবনী গঙ্গা বহে নিরন্তর

ঋষিকেশ, রামঝোলা, লছমন ঝোলা,
অবশেষে হৃষ্টচিত্তে, ফিরিবার পালা

















































         শুভ নববর্ষ

নববর্ষ আগমনে খুশি সবাকার,
প্রেম প্রীতি ভালবাসা, প্রীতি উপহার
নতুন সকালে রবি ছড়ায় কিরণ,
মন্দ মন্দ বহিতেছে মুক্ত সমীরণ

বৃক্ষশাখে গাহে পাখি, সুমধুর গান,
ভালবাসা বিনিময়, শুভেচ্ছা প্রদান
ফুটেছে কুসুম কত পুষ্পিত কাননে,
মধুকর আসে নিত্য মধু আহরনে

নব সাজে সুসজ্জিত সব শিশুগণ,
সুমধুর বাক্যে তারা করে আলাপন
পুষ্পে পুষ্পে সুসজ্জিত বিপণি সকল,
ক্রেতাগণে করে সদা, ভিড় অবিরল

নববর্ষের শুভেচ্ছা করিও গ্রহণ,
কবিতার ক্লাবের পাঠক-কবিগণ



Monday, 6 April 2015





কবিতার আসর ও আমার কবিতা

কবিতার আসর
কবিদের পান্থশালা,
আমার কবিতা
হৃদয়ের গাঁথা মালা

কবিতার আসর
কবির তীর্থ রেণু
আমার কবিতা
হৃদয়ে বাজায় বেণু

কবিতার আসর
সুশীতল তরুর ছায়া,
আমার কবিতা
স্মৃতিবিজড়িত মায়া

কবিতার আসর
কবিদের খেলাঘর,
আমার কবিতা
সময়ের বালুচর

কবিতার আসর
চেতনা জাগানো প্রাণ,
আমার কবিতা
প্রভাত পাখির গান

কবিতার আসর
ছায়া সুনিবিড় শাখী,
আমার কবিতা
ভোরের দোয়েল পাখি

কবিতার আসর
কবিদের পান্থনিবাস,
আমার কবিতা
জীবনের ইতিহাস

কবিতার আসর
জীবনের এক আশ্বাস,
আমার কবিতা
প্রাণখোলা হাসি উল্লাস

কবিতার আসর
জীবনের অটুট বন্ধন,
আমার কবিতা
হৃদয়ছোঁয়া এক স্পন্দন

কবিতার আসর
সবার হৃদয়ে ফোটায় ফুল,
আমার কবিতা
জীবনের প্রতিকূলে অনুকূল

কবিতার আসর
জীবনের পথে চলে,
আমার কবিতা
হৃদয়ের কথা বলে

কবিতার আসর
জীবনের মরূধারা,
আমার কবিতা
ছন্দ নদীর ধারা

কবিতার আসর
প্রাণে দেয় নব আশা,
আমার কবিতা
নীরব মনের ভাষা

কবিতা আসরে কবিদের নিয়ে
সাজানো আমার ঘর
কবিগণ মোর হয়েছে আপন
কেহ নহে আজ পর

প্রীতি প্রেমের পূণ্য বাঁধনে
মিলেছি হেথা সবাই
হৃদয়ের ব্যথা, ছন্দের ভাষায়

কবিতা লিখে যাই

Saturday, 4 April 2015

গুড ফ্রাইডে

প্রভু যীশু ফিরে এসো,
আমাদের ভালবাসো,
প্রভু তোমারই হউক জয়,
প্রভু তোমারই হউক জয়

ভালবাসার বিনিময়ে,
সবাকার পাপ লয়ে,
ক্রুশেতে বিদ্ধ হয়ে প্রাণ
দিলে ওগো জোতির্ময়,
প্রভু তোমারই হউক জয়,
প্রভু তোমারই হউক জয়

সবারে বেসেছো ভালো,
তুমি জগতের আলো,
তোমার অপার মহিমা
মানুষকে ভালবেসে,
মানুষের কাছে এসে,
শিখাইলে করিতে ক্ষমা


প্রভু যীশু ফিরে এসো,
আমাদের ভালবাসো,
প্রভু তোমারই হউক জয়,
প্রভু তোমারই হউক জয়

হিংসা দিয়ে নয়,
ভালবাসা দিয়ে তুমি
করেছো জয় সবাকার হৃদয়
প্রভু তোমারই হউক জয়,
ওগো প্রভু, তোমারই হউক জয়
তুমি অন্তর্যামী,
মোর জীবনস্বামী,
পরম পিতা তুমি যে মহান
তব ভালবাসায়,
তব স্নেহছায়ায়,
তব করুণায় পাপী পায় পরিত্রাণ
হে প্রভু তুমি যে মহান
মৃতজনে কর জীবন দান

পাপীরে করহ পরিত্রাণ
আশায় বাঁধি খেলাঘর

বিন্দু বিন্দু ঘাম আর ফোটা ফোটা জল
নয়নের অশ্রুজলে হেথা ফুটেছে কমল,
অঝোর অশ্রু ঝরে, বিশাল ধরণীর পর
তবুও আশায় বাঁধি আমি খেলা ঘর

কামনার নদীতে ভাসে ভালবাসার মৃতদেহ
মরে গেছে ভালবাসা, প্রেম, প্রীতি, স্নেহ
সুখের সংসার আজি শোকের সাগর,
তবুও আশায় আজি বাঁধি আমি খেলাঘর

সোনালী বিকেলে দেখি সূর্য অস্ত যায়
বকের পাখায় এক আলোক লুকায়
জোনাকিরা আলো দেয়, দেয় উত্তাপও প্রখর,
তবুও আশায় আজি, বাঁধি আমি খেলাঘর

জোছনা মরে গেছে, চাঁদ নেই আকাশে,
রাতের আকাশে তারারা মলিন বদনে হাসে
মিটি মিটি জ্বলে তারা, কাটায় রাত্রি প্রহর,

তবুও আশায় আজি, বাঁধি আমি খেলাঘর