Saturday, 7 November 2015


শক্তির আবাহন আরাধনা

চিন্ময়ী রূপে
এসো মাগো তুমি
জগজ্জননী মা

শ্যামারূপী কালী
ভীমা ভয়ংকরী
খড়্গধারিণী মা

নয়নে বহ্নি জ্বলে,
মুণ্ডমালা গলে,
ত্রিশূল ধারিণী মা

কপালে দিব্য আভা,
গলাতে রক্ত জবা,
নৃমুণ্ডমালিণী মা

এসো মাগো ভবে,
ডাকি মোরা সবে,
দেহ তব রাঙা চরণ

শংখ ঘণ্টা বাজে,
এসো এই ধরামাঝে,
তোমারে করি আবাহন


নমো দেবৈঃ
মহা দেবৈঃ
শিবায়ৈ সততং নমঃ

নমঃ প্রকৃতায়ৈঃ
ভদ্রায়ৈ নিয়তা
প্রণতাস্ম তাম্

রৌদ্রায়ৈ নমঃ
নিত্যায়ৈ ভদ্রাকাল্যৈঃ
নমো নমঃ

নমঃ জগতপ্রতিষ্ঠায়ৈ
দৈব্যৈঃ কৃতৈ
নমো নমঃ

ঔঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

যত্র এবাগত
পাপং তত্রৈব
প্রতিগচ্ছতু


শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

No comments:

Post a Comment