Saturday, 7 November 2015

দেবী বিসর্জন-1

বিসর্জনের বাজনা বাজে,
দুলিয়ে কোমর সবাই নাচে,
বিজয়া দশমীতে দেবী বিসর্জন

মায়ের চোখে জল ঝরে,
সবার হৃদয় দুঃখে ভরে,
দেবীর দোলায় কৈলাসে গমন


লক্ষ্মীপূজা-2

কোজাগরী পূর্ণিমা তিথিতে,
পূজি লক্ষ্মী দেবী বিধিমতে,
লক্ষ্মী পূজা হয় সমাপন

দিন যায়, রাত আসে,
দিনের স্মৃতি যায় মুছে,
সবার শেষে দেবীর বিসর্জন

শ্যামাপূজা-3


দীপাবলী আসে তাই,
চাষীর ঘরে অন্ন নাই,
সোনা ধানে খেত আছে ভরে

অমানিশার গহন রাতে,
কালীপূজা শ্মশান ঘাটে,

দীপ মালা জ্বলে সবার ঘরে

No comments:

Post a Comment