দু’টুকরো কবিতা
খবরের কাগজের
প্রথম পাতায়
লাল কালিতে লেখা
কবিতার মৃত্যু।
দুঃসংবাদ!
দ্রুতগতিতে পৌঁছায়।
এলো ওরা হাতে
রক্তাক্ত শানিত ত
রবারি লয়ে,
বর্বরোচিত ভাবে
হত্যা করলো একটা
নিষ্পাপ মেয়েটাকে।
একটি ফুলের মৃত্যু।
ভালবাসার মৃত্যু।
...
কবিতা আজ আর নেই।
সে মরে গেছে,
সে হারিয়ে গেছে,
সে ফুরিয়ে গেছে।
কিন্তু মরে নি সে,
ভালবাসার মৃত্যু নেই।
সে আজও বেঁচে আছে
আজ কবিতার পাতায়
দু’টুকরো কবিতা হয়ে।
সময় কথা বলে,
কান্না, ঘাম আর
রক্তের ফসলে
জমে ওঠে
মৃত কংকাল।
ওরা অভিশাপ দেয়।
শ্মশানে ফুলের গাছটা
শুকিয়ে গেছে।
তবে কি কবিতা মরে গেছে?
দু’টুকরো কবিতার
শেষ কথা।
ভালবাসার অপমৃত্যু!
কবিতার মৃত্যু।
একটি ফুলের মৃত্যু।
Situs Judi Online & Judi Bola Sbobet - Topbets
ReplyDeleteSitus judi bola online terbaik 카지노 serta judi 메리트 카지노 쿠폰 bola online, judi bola, slot88, live casino winrate 89%. Daftar situs slot 1xbet korean online resmi dan terbaik.