সোনা মাটির ধান
(লোক কবিতা)
ও মাটির ধান রে
সোনা মাটির ধান।
ও সোনার ধান রে
মাটির সোনা ধান।
চাষী গেছে মাঠে
রে সে গায় মাটির গান।
ও মাটির ধান রে
ও সোনার ধান।
অঘ্রানেতে ধানের
খেতে
সোনার ধান উঠে
মেতে
আনন্দেতে সবাই
মাতে, উথাল পাথাল পরান।
ও মাটির ধান রে
সোনা মাটির ধান।
ও সোনার ধান রে
মাটির সোনা ধান।
চাষী গেছে মাঠে
রে ও গায় মাটির গান।
সোনা ধান মাঠে
মাঠে
চাষীরা সব ধান
কাটে,
বেলা গেলে ঘরে
ফেরে, দিন হলে অবসান।
ও মাটির ধান রে
সোনা মাটির ধান।
ও সোনার ধান রে
মাটির সোনা ধান।
চাষী গেছে মাঠে
রে সে গায় মাটির গান।
উঠোন মাঝে ধানের
গোলা,
ধান রেখেছে চাষী
ভোলা।
ধানের বোঝা মাথায়
নিয়ে, আসে সব কিষান।
ও মাটির ধান রে
সোনা মাটির ধান।
ও সোনার ধান রে
মাটির সোনা ধান।
চাষী গেছে মাঠে
রে সে গায় মাটির গান।
No comments:
Post a Comment