Friday, 30 January 2015

 আমার গাঁয়ে

গাঁয়ের ছায়া,
মাটির মায়া,
গাঁয়ের ছোট ঘর

গাঁয়ের ছেলে,
বিলের জলে,
ছুঁড়ে মারে পাথর

গাঁয়ের রাখাল,
নিয়ে গরুপাল,
বাজায় বাঁশের বাঁশি

গাঁয়ের খেতে,
দিনে ও রাতে,
লাঙল চালায় চাষী

গাছের শাখে,
কোকিল ডাকে,
আম-কাঁঠালের বনে

নয়ন দিঘিতে,
শালুক ফোটে,
পুলক জাগায় মনে

দিনের শেষে,
সূয্যি ডোবে,
আঁধার নামে গাঁয়ে

চাঁদ ওঠে,
তারা ফোটে,
নীল আকাশের গায়ে























No comments:

Post a Comment