Sunday, 4 January 2015

পূজোর এসে গেল

পূজো এসে গেল কাছে,
খুশির দিন বুঝি আসছে
আকাশে দলে দলে তাই
সাদা সাদা মেঘ ভাসছে

নীল আকাশের আঙিনায়
সাদা মেঘের আনাগোনা
পূজোর বার্তা আসে নিয়ে,
সানন্দে করিছে ঘোষণা

ঢাল ঢোল কাঁসর ঘণ্টা বাজে,
দূরে বাজে পূজোর সানাই
গাঁয়ের ছেলেমেয়েরা নাচে,
তালে তালে কোমর নাচায়

চাঁপাদিঘির জলে বুনোহাঁস
গুগলি শামুক খুঁটেখুঁটে খায়,
মাছরাঙা ছোটো মাছ ধরে,
শঙ্খচিল গগনে উড়ে যায়

পূজোর দিনে খুশির ঢেউ
জাগে সবার প্রাণে প্রাণে
আনন্দের পড়ে যায় সাড়া,
ধানখেত ভরা সবুজ ধানে

ঐ যে দেখি গাঁয়ের সীমানায়
রাঙামাটির ধূলোমাখা পথে,
গোরুরগাড়ি উড়িয়ে চলে ধূলো
তারই শব্দে ভুবন ওঠে মেতে

পূজোর খুশিতে আজও মানুষ কাঁদে,
বোনাসের দাবীতে বিরোধ মিছিল
টাকার গদীতে বসে হুকুম চালায়
মেন গেটে এঁটে দাও খিল

কারখানা লক-আউট, লক্ষ শ্রমিক
নিরাশ হয়ে ফেরে আপন ঘরে,
পূজোয় জমে ওঠে কান্নার পাহাড়
তাই সবাকার চোখে জল ঝরে











No comments:

Post a Comment