Friday, 30 January 2015

সাধারণতন্ত্র দিবসে

সাধারণতন্ত্র দিবসে
সারা দেশ দিচ্ছে ডাক,
দুর্নীতি আর ভ্রষ্টাচার
দেশ হতে মুছে যাক

সাধারণতন্ত্র দিবসে
দেশ জাতির শপথ,
বিশ্বজুড়ে চালাব মোরা
অগ্রগতির রথ

এসো সবাই করবো মোরা
দেশ গঠনের কাজ,
সাম্যের গান গাইব মোরা
গড়বো নতুন সমাজ

সশস্ত্র প্রহরী, ভারতীয় সেনা,
নিষেধ জানে না মানা,
বিদেশী শত্রুরা এদেশে আজও
পারবে না দিতে হানা

ভারতসূর্য চির উদ্ভাসিত,
হয়নিকো আজও মলিন ;
চেয়ে দেখ , আসিছে সুদিন
আসিবে এবার শুভদিন































No comments:

Post a Comment