Wednesday, 1 July 2015

                  বর্ষার কবিতা

গ্রীষ্মের দাবদাহে
প্রাণ বলিতে চাহে
কি দারুণ গরম সহ্য হয় না, সহ্য হয় না

তারপরে বৃষ্টি আসে,
নদী মাঠ জলে ভাসে,
বৃষ্টিতে ভিজে শালিক আর ময়না, কথা  কয় না

ঝম ঝমাঝম বৃষ্টি পড়ে,
কড় কড়াকড় বাজ পড়ে,
থেকে থেকে বিজলি চমকায়, আকাশের গায়

সকাল থেকে বৃষ্টি ঝরে,
ডাঙায় গোরু বাছুর চরে,

মেঘগুলো কেবলই গর্জায়, গর্জন শোনা যায়


No comments:

Post a Comment