বর্ষার কবিতা-11
সকাল হতেই বৃষ্টি ঝরে
নদীতে আসে বান,
ছানি মাথায় কৃষাণবধু
মাঠে পুঁতে ধান।
ঘাসের বোঝা মাথয় নিয়ে
বাতাসী বৌ আসে,
ছাগল দুটো তারই সাথে
চলছে পাশে পাশে।
বেলা গেল সন্ধ্যা হল
ফুটল ঝিঙে ফুল,
নদীর ঘাটে নৌকা বাঁধা
শূণ্য নদীকূল।
গোয়ালা পাড়ার পুকুরপাড়ে
ব্যাঙগুলো সব ডাকে,
পাহারদার লণ্ঠণ হাতে
জোর গলাতে হাঁকে।
আকাশ কালো মেঘে ঢাকা
দেখি না চাঁদ ও তারা,
সারা রাতি বৃষ্টি পড়ে
ঘুমায় কিষাণ পাড়া।
No comments:
Post a Comment