Friday, 28 August 2015


     বর্ষার কবিতা-15

শ্রাবণের মেঘে, বাদলের ধারা
ঝরিছে অঝোর ধারায়
অশনি মাখা, বিজুলির রেখা,
হাসিছে জলদের গায়

গুরু গম্ভীর, গরজিছে মেঘ,
পূব আকাশের কোণে
ঝম ঝমা ঝম্ বৃষ্টি পড়িছে,
চেয়ে দেখি বাতায়নে

কচি ধানখেত, জলে আছে ভরে,
শ্রাবণের বাদল নামে
নদী বাঁধ ভেঙ্গে, প্রবল বেগে,
ঘোলা জল ঢোকে গ্রামে

ঘাটের কাছে, বড় এক গাছে,
কত পাখি বাঁধে বাসা
শ্রাবণের ধারায়, ভেঙ্গে পড়ে নীড়,
মুছে যায় সব আশা

দুরন্ত বরষায়, নদীপাড় ভাঙ্গে,
নদীতে প্রবল বান
বাড়িঘর ভাসে, বন্যার জলে,

কেঁদে ওঠে সবার প্রাণ





No comments:

Post a Comment