প্রভাত ও সন্ধ্যা
প্রভাত সূর্য রং ছড়ায়
পূব আকাশের কোণে,
মাধবী, মালতী,
কেতকী, যুঁথী
ফুল ফোটে বনে বনে।
সোনালী সূর্য কিরণ ছড়ায়
এই ধরণীর তলে,
প্রভাতে ফোটে সোনার কমল
নয়ন দিঘির জলে।
ভোরের হাওয়া সৌরভ ছড়ায়,
ছুটে আসে মধুকর,
মধু খেয়ে ঘুমায় অলি,
কমল ফুলের উপর।
উঠল আকাশে সাঁঝের তারা
দিন হল অবসান,
মায়ের কোলে ঘুমায় শিশু
শুনে ঘুম পাড়ানি গান।
উঠল আকাশে সন্ধ্যাতারা,
চাঁদ হেসে কথা কয়,
মায়ের পাশে ঘুমায় ছেলে,
মা শুধু জেগে রয়।
No comments:
Post a Comment